কক্সবাজারে পাসপোর্ট করতে এসে ভুয়া বাবাসহ রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল :

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে ভুয়া বাবাসহ আটক ১৮ বছরের এক রোহিঙ্গা তরুণী আটক হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছর কারাদন্ড দেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নাঈম মাসুম।

সহকারী পরিচালক আবু নাঈম মাসুম জানান, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক তরুণীকে নিয়ে বাবা-মেয়ের পরিচয়ে পাসপোর্ট করতে আসেন কক্সবাজার সদর উপজেলা পূর্ব নাইক্ষংদিয়ার মনজুর আলম। পরে সন্দেহ হলে মেয়ে আসমার আঙ্গুলের ছাপ পরীক্ষা করা হয়।

সেখানে তার আঙ্গুলের ছাপ রোহিঙ্গাদের করা তালিকার সাথে মিলে যায়। এরপর জিজ্ঞাসাবাদ করা হলে আসমা নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন এবং টাকার বিনিময়ে মনজুর আলমকে পিতা সাজিয়ে পাসপোর্ট করার চেষ্টা করছিলেন বলেও জানান।

আবু নাঈম মাসুম আরও জানান, আসমার প্রকৃত নাম রশিদা বেগম, তিনি উখিয়ার জামতলী ক্যাম্পের আব্দুল আমিনের মেয়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের দুইজনকে এক বছরের কারাদন্ড দেন।

আরও খবর