চট্টগ্রাম – চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন ফিসারীঘাটের মদের আস্তানায় অভিযান চালিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাবে-৭) এর একটি টিম। অভিযানে ৩০ হাজার লিটার বাংলা মদ উদ্ধার এবং ৪৫ জনকে আটক করা হয়েছে বলে র্যাব জানায়।
সোমবার (২৭ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান মুক্ত’র নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে অভিযান শুরুর খবর পেয়ে মাদক ব্যবসায়ী অনুপ বিশ্বাস পালিয়ে গেছে। তবে আস্তানা ঘেরাও করে র্যাব সদস্যরা ৪৫ জন মদ সেবনকারী মাতালকে আটক করে নিয়ে যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-