মোহাম্মদ উল্লাহ, চকরিয়া :
আলোচিত ছাত্রলীগ কর্মী আনাচ ইব্রাহিম হত্যাকান্ডের প্রধান আসামি শোয়াইবুর রহমান রুবেল আত্মসম্পর্ন করেছে। ২৬ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের প্রার্থনা করলে বিচারক রাজীব কুমার দাশ জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন। রুবেল চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের আবুল হাশেম মাস্টার পাড়ার জসিম উদ্দিনের ছেলে।
মামলার বাদি আনাচের পিতা মৌলনা হাফেজ নেছার আহমদ অভিযোগ করে বলেন, রুবেল আত্মসর্ম্পন করলেও অন্যান্য খুনিরা প্রকাশ্যে ঘুরাঘুরি করছে। কিন্তু পুলিশ তাদেরকে ধরছে না।
উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে প্রধান আসামি শোয়াইবুর রহমান রুবেলের নেতৃত্বে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় ছাত্রলীগ কর্মী আনাচ ইব্রাহীমকে প্রকাশ্যে ছুরি মেরে পালিয়ে যায়।
এঘটনায় আনাচের পিতা মৌলানা হাফেজ নেছার আহমদ বাদি হয়ে ৬জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি হত্যা মামলায় দায়ের করেন। এপর্যন্ত পুলিশ এজাহারনামীয় রিয়াজ উদ্দিন ও সালাহউদ্দিন নামের দুই আসামিকে গ্রেফতার করে।
তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন বলেন, মামলার প্রধান আসামি শোয়াইবুর রহমান রুবেল আদালতের মাধ্যমে আত্মসর্ম্পন করেছেন। রুবেলসহ এজাহারনামীয় তিনজন আসামি জেলহাজতে রয়েছেন। অন্য আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
এব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একেএম সফিকুল আলম চৌধুরী জানান, যেহেতু প্রকাশ্যে স্কুল ছাত্র ও ছাত্রলীগ কর্মী আনাচকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের প্রধান আসামি আত্মসর্ম্পন করেছে। তাকে রিমান্ডে এনে অন্যান্য আসামিদের তথ্য উদঘাটন করা হবে বলে তিনি জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-