নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে ২হাজার ৫শ’ ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব-১৫)। রবিবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে টেকনাফ থানাধীন খোনকারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আবু তাহের (৫৯)। সে খোনকারপাড়া এলাকার মোঃ ইউসুফের ছেলে বলে জানায় র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান কক্সবাজার জার্নালকে জানায়, আবু তাহের নিজ বাসা বাড়িতে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানাধীন খোনকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।
পরে তার দেখানো মতে খাটের নিচ থেকে ২হাজার ৫শ’ ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২লাখ ৭৫হাজার টাকা বলে জানায় র্যাব।
আটক আবু তাহেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-