টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ব্লেন্ডারে ভরে পাচারকালে র‍্যাবের জালে আটক

ঢাকা : রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকায় ব্লেন্ডার মেশিনের ভেতরে পাওয়া গেছে তিন হাজার ৬৫০ পিস ইয়াবা। এর জেরে ইউনুস (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে র‌্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টায় সেনপাড়া পর্বতা এলাকার একটি আবাসিক ভবনের ছয়তলায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ব্লেন্ডার মেশিনের ভেতর থেকে তিনি হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ইউনুস মাদক মামলার আসামি। কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন তিনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও খবর