মদিনায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শ্রমিক নিহত

সৌদি আরবের মদিনায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।নিহত চারজনের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে ।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে মদিনায় এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে বসবাসরত এক প্রবাসী সাংবাদিক জানান, নিহত শ্রমিকরা মদিনার আল ফাহাদ কোম্পানিতে পরিচ্ছন্নতার কাজে কর্মরত ছিলেন। রাতে কাজ শেষে সকালে বাসায় যাওয়ার পথে তাদের বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে বাংলাদেশি শ্রমিকরা মারা যান।

দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জাব্বার মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৫), একই গ্রামের মোতালিব বেপারীর ছেলে নুরা মিয়া (২৩), খালিয়ারচর গ্রামের মোকররমে ছেলে উজ্জল (২২) ও খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের আকরাম আলীর ছেলে রাসেল (২৪)।

কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন জানান, নিহতরা মদিনায় আল-ফাহাদ কোম্পানিতে কর্মরত ছিলেন। শুক্রবার বাংলাদেশের সময় সকাল ১০টায় তারা একটি মাইক্রোবাসে করে কর্মস্থলে থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

আরও খবর