চট্টগ্রাম :
চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার ডিসি রোড এলাকার একটি বাড়ির পানির টাংকি থেকে নিখোঁজ এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৩ আগষ্ট) দুপুরে সিএমপির চকবাজার থানা পুলিশ নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত যুবকের নাম ফাহিম শাখাওয়াত (২১)। সে ডিসি রোডের আনোয়ার হোসেনের ছেলে। নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
সিএমপি চকবাজার থানা অফিসার ইনচার্জ নিজামুদ্দিন নিখোঁজ যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২০ আগষ্ট ফাহিম নামে এই ছেলে নিখোঁজ হয় বলে তার পরিবার জানায়। আজ দুপুরে গণি কলোনীস্থ শহীদ কমিশনারের বাড়ীর কাছে আবু কলোনীর একটি দ্বিতল বাড়ীর ছাদে কাঠ দিয়ে নির্মিত কক্ষের পানির টাংকিতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত হয় এটা নিখোঁজ ফাহিমের লাশ। পরে লাশটি মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-