গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল
টেকনাফে হ্নীলায় নিজ বাড়ীর সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ওমর ফারুক (৩০) নামের এক যুবককে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে জাদিমোড়া পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক উপজেলার হ্নীলা ইউপি’র জাদিমোরা এলাকার মোনাফ কোম্পানির ছেলে এবং হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
নিহতের পরিবারের দাবি, রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী ওমর ফারুককে নিজ বাড়ির সামনে থেকে তুলে পাহাড়ে পাশে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।
খবর পেয়ে নিহতের ভাই আমির হামজা ও উসমানসহ স্বজনরা লাশ আনতে গেলে ডাকাত দল লাশ আনতে বাধা দেয়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধারে গেছে পুলিশের একটি টিম।’ তবে ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
এদিকে তাৎক্ষনিক ওমর হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-