রোহিঙ্গাদের আরাম কমানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের আরামের জীবন থেকে আরাম কমানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেছেন, ‘প্রত্যাবাসনের জন্য কাউকে না পাওয়াটা দুঃখজনক, তবে প্রত্যাবাসন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়নি এটি আগামীতেও চলবে।’

বৃহস্পতিবার (২২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘কাউকে পাওয়া গেলে তাদের পাঠানো হবে। যারা প্রত্যাবাসন ঠেকাতে প্রচার চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গাদের আরামের জীবন থেকে আরাম কমানো হবে, যাতে তারা ফিরতে রাজি হয়।’

আরও খবর