আজও ফিরছে না রোহিঙ্গা!

কোন রোহিঙ্গা মিয়ানমার ফিরতে রাজি না হওয়ায় আজ প্রত্যাবাসন হচ্ছেনা বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ আবুল কালাম 

দীর্ঘ আলোচনা, আন্তর্জাতিক হস্তক্ষেপের পর বৃহস্পতিবার (২২ আগস্ট) রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মিয়ানমারে ফিরতে কোনো রোহিঙ্গা রাজি হয়নি বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম।

রোহিঙ্গারা রাজি না হওয়ায় প্রত্যাবাসন শুরু হবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আবুল কালাম।

আরও খবর