‘হায়রে’ পর্যটন নগরী কক্সবাজারের প্রধান সড়ক!

পর্যটন নগরী কক্সবাজারের প্রধান সড়কের দৃশ্য:
পর্যটন নগরী কক্সবাজারের প্রধান সড়কের দৃশ্য:

‘হায়রে’ পর্যটন নগরী কক্সবাজারের প্রধান সড়ক। গাড়ি যাতায়াতে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হওয়ায় কক্সবাজার সড়ক বিভাগের নেতৃত্বে গত ৩০ সেপ্টেম্বর কোন রকম জোড়াতালি দিয়ে সংস্কার করা হলেও একই স্থানে ২১ দিনের মাথায় ফের সড়কের উপর কয়েকটি গর্তে পরিণত হয়েছে।

প্রতিদিন ওই গর্তে পড়ে কোন না কোন দূর্ঘটনা লেগেই রয়েছে। দূর্ঘটনায় হয় গাড়ি নষ্ট হচ্ছে, না হয় মানুষের ক্ষতি সাধিত হচ্ছে। এই দৃশ্যটি কক্সবাজার শহরের বৃহত্তর রুমালিয়ারছড়াস্থ চৌধুরী ভবনের সামনে প্রধান সড়কের।

এটি কি প্রধান সড়ক নাকি সড়কের উপর মিনি পুকুর কিছুই বুঝা যাচ্ছেনা। ওই গর্তে পড়ে প্রতিনিয়তেই সিএনজির ইঞ্জিন ও টমটমের মটর নষ্ট হয়ে যাচ্ছে। ওই গর্তের ফলে প্রতিদিন কালুর দোকান হতে আলিরজাহাঁল পযন্ত যানজট লেগেই থাকে।

ছবি ও প্রতিবেদন: সাইফুল ইসলাম।

আরও খবর