কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেফতার-৮

বার্তা পরিবেশক :

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৮ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৯ আগস্ট সকাল ৮টা হতে ২০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হল…

১। মোঃ আলমগীর,পিতা-সামশুল আলম,সাং-কলাতলী রোড,হোটেল সী প্যালেস মার্কেট,থানা ও জেলা-কক্সবাজার।

২।মোঃ খোরশেদ,পিতা-মৃত নুরুল আজিম,সাং-জাকির পাড়া,সোহেল চেয়ারম্যান এর বাড়ীর ভারাটিয়া,০১ নং ওয়ার্ড,ঈদগাঁও,থানা ও জেলা-কক্সবাজার।

৩।মোঃ সাইফুল ইসলাম,পিতা-নুরল ইসলাম,কচ্ছব পাড়া,হোয়াইক্যাং ইউপি,থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার।

৪। মোঃ রাসেল,পিতা-জয়নাল আবেদীন,সাং-মধ্যম বাহারছড়া, ১০ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

৫। শহিদুল ইসলাম,পিতা-আজিম আলী,সাং-ইসলামাবাদ,পশ্চিম লারপাড়া,থানা ও জেলা-কক্সবাজার।

৬। মোঃ শাহরিয়া,পিতা-আব্দুল কাদের,সাং-পশ্চিম লারপাড়া,থানা ও জেলা-কক্সবাজার।

ওয়ারেন্ট সংক্রান্ত আসামীঃ

১। আব্দুল হাকিম,পিতা-ছাবের আহমদ,সাং-লারপাড়া,ঝিলংজা,থানা ও জেলা-কক্সবাজার।

২।মোঃ চাঁন মিঞা,পিতা-কবির আহমদ,সাং-নাপিতখালী,থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর