র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ বাদশা নিহত

পেকুয়া প্রতিনিধি •

কক্সবাজারের পেকুয়ায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে চিহ্নিত জলদস্যু কামাল হোসেন বাদশা (৩৩) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি।

মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে পেকুয়ার মগনামাঘাটে এ ঘটনা ঘটে। নিহত বাদশা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কচুয়া এলাকার আবুল হোসেনের ছেলে।

বাদশা দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরের বাঁশখালী চ্যানেল দিয়ে জলদস্যু বাহিনী পরিচালনা করে আসছিল। সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজান র‌্যাব ১৫ এর অধিনায়ক উইন কমান্ডার আজিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও খবর