কক্সবাজারে ১৩ কেজি ৬৫০ গ্রাম শীশাসহ সরঞ্জাম উদ্ধার, ব্যবসায়ী আটক

ইমাম খাইর •

কক্সবাজারেের কলাতলির হোটেল সীপ্যালেস এর মার্কেটস্থ ৩৯-৪০ ইসপা বার্মিজ চায়না সপ নামের দোকান থেকে ১৩ কেজি ৬৫০ গ্রাম শীশা ও ৫টি হুক্কা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় ওই দোকানের মালিক মোঃ আলমগীর (৩৩)কে আটক করা হয়েছে।

তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জাফরাবাদ এলাকার শামসুল আলমের ছেলে।

রবিবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সার্কেলের পরিদর্শক আব্দুল মালেক তালুকদারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য অধিদপ্তরের মতে, কক্সবাজারের ইতিহাসে প্রথম বারের মত শীশা উদ্ধার করা হলো।
অভিযানকালে এসআই তন্তু মনি চাকমা, সিপাই জ্ঞান দত্ত চাকমা, হুমায়ুন কবির ও ফখরুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিদর্শক আব্দুল মালেক তালুকদার জানান, মোঃ আলমগীর নামের ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধ এ ব্যবসা চালিয়ে আসছিল। অবশেষে সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

তিনি জানান, আটক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনি ক্রমিক নং-২৯ (গ), শাস্তিযোগ্য ধারায় এবং একই আইনের ২৬ (১) ধারায় মামলা করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন খন্দকার আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

আরও খবর