নিজস্ব প্রতিবেদক – আগামি ২৬ আগস্ট সারাদিন বন্ধ থাকবে কলাতলী-মেরিন ড্রাইভ সংযোগ সড়ক। জেলাপ্রশাসক মোঃ কামাল হোসেন গ্রহণ করেছেন এমন সিদ্ধান্ত।
গতকাল সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।
কক্সবাজার পৌরসভা কর্তৃক সংস্কারকৃত সড়কটি খুলে দিলেও যানজট সমস্যার সুরাহা হয়নি। সড়কের বিভিন্ন স্থান হয়ে পড়েছে সংকুচিত। পাশাপাশি সড়ক সংলগ্ন ড্রেনের উপর স্ল্যাব না থাকা এবং সড়কের উপর থাকা বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্যই নেয়া হলো এমন সিদ্ধান্ত। আগামি ২৬ আগস্ট পুরোদিন সড়ক বন্ধ রেখে বৈদ্যুতিক খুঁটি সরানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ড্রেনের উপর স্ল্যাব স্থাপন করবে পৌরসভা। আগামি ১ মাসের মধ্যেই পুরো ড্রেনে স্থাপন করা হবে স্ল্যাব।
সভায় জেলাপ্রশাসক বলেন , মেরিন ড্রাইভ Ñ কলাতলী সংযোগ সড়ক খুলে দেয়ার পর দুর্ভোগ আরো বেড়েছে। সড়ক সংলগ্ন ড্রেন খোলা থাকায় দুর্ঘটনার সম্ভাবনাও দেখা দিয়েছে। এই কারণেই একদিনের মধ্যে সড়কে থাকা বিদ্যুতের খুঁটি নিরাপদ স্থানে সরানোর সিদ্ধান্ত।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-