কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে আজ

মোঃ জয়নাল আবেদিন :

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ছুটি শেষে আজ রবিবার (১৮ই আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে। তবে মঙ্গলবার থেকে (২০ই আগস্ট) ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম চালু হবে । বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার হতে বিষয়টি জানা যায়। ইতিমধ্যে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের পদচারণায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ঈদের ছুটি শেষে ১৮ই আগস্ট থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। ২০ই আগস্ট থেকে যথারীতি ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চালু হবে। এদিকে ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও জাতীয় শোক দিবস পালনসহ শোকের মাস আগস্ট উপলক্ষে পূর্বঘোষিত সকল কর্মসূচি আমরা সফলভাবে পালন করে যাচ্ছি।

ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীরা ছুটি কাটিয়ে আসতে শুরু করেছে। ৬ই আগস্ট ঈদ-উল আযহার বন্ধ শুরু হয়েছিল।

আরও খবর