ডেস্ক রিপোর্ট – কলকাতার সেক্সপিয়র সরণিতে মধ্যরাতে দ্রুত গতির একটি জাগুয়ারের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন দুই বাংলাদেশি। ঘাতক ওই জাগুয়ারের চালককে গ্রেফতার করেছে সেক্সপিয়র থানা পুলিশ।
শুক্রবার (১৬ আগস্ট) মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে শেক্সপিয়র সরণি ও লাউডন স্ট্রিটের সংযোগস্থলে।
কলকাতার সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শেক্সপিয়র সরণি ধরে বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিক থেকে কলামন্দিরের দিকে যাওয়ার সময় প্রচণ্ড গতির একটি জাগুয়ার সজোরে ধাক্কা মারে একটি মার্সিডিজকে। এরপর জাগুয়ারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে পিষে দেয়। ভেঙেচুরে যায় কংক্রিটের তৈরি কলকাতা পুলিশের একটি কিয়স্কও।
গুরুতর জখম ওই দু’জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এ ঘটনায় গুরুতর জখম হন মার্সিডিজের চালক ও আরোহী। ঘটনার পরই গাড়ি ফেলে পালিয়ে যান জাগুয়ারের চালক।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে মৃত দু’জনেই বাংলাদেশি নাগরিক। চিকিৎসা করাতে তারা গত ১৫ দিন ধরে কলকাতায় অবস্থান করছিল। তারা উঠেছিলেন ওই এলাকারই একটি হোটেলে।
নিহত দুই বাংলাদেশি হলেন—কাজি মহম্মদ মইনুল আলম (৩৬) ও ফারহানা ইসলাম তানিয়া (৩০)। প্রথম জনের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে। অন্য জনের বাড়ি ঢাকার মহম্মদপুরে।
ঘাতক জাগুয়ারটি চালাচ্ছিলেন অভিজাত রেস্তরাঁ চেন আরসালানের মালিকের ছেলে আরসালান পারভেজ। এ খবর নিশ্চিত হয়েই ২২ বছর বয়সী আরসালান পারভেজকে শনিবার গ্রেফতার করে শেক্সপিয়র থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আরসালান পারভেজকে শনিবার (১৭ আগস্ট) আলিপুর আদালতে তোলা হবে। এ গাড়ি দুর্ঘটনায় পুলিশ জাগুয়ারের চালকের বিরুদ্ধে আগের চেয়ে আরও কঠোর ধারায় মামলা দায়ের করেছে। প্রথমে ৩০৪ ধারায় মামলা সাজানো হয়েছিল। সেটা অনিচ্ছাকৃত খুনের মামলা হলেও জামিনযোগ্য ছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-