চট্টগ্রাম – কক্সবাজার থেকে ট্রাকযোগে ইয়াবা নিয়ে আসার সময় চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ২০০ ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব। শুক্রবার (১৬ আগস্ট) রাতে বাকলিয়ার রাজবাড়ী কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম লিটন (৩৫)। সে পটুয়াখালী জেলার গলাচিপা থানার মৃত সেলিম গাজীর ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. মাশকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মাশকুর রহমান বলেন, ‘কক্সবাজার থেকে ট্রাকযোগে মাদক ব্যবসায়ীদের একটি চক্র চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসছে, এমন গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি টিম বাকলিয়া থানার রাজবাড়ী কনভেনশন সেন্টারের সামনে তল্লাশি চালায়। এসময় কক্সবাজার থেকে আসা একটি ট্রাক থামিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে সে কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-