যারা হলেন উয়েফা বর্ষসেরা ফুটবলার

ফাইল ছবি

উয়েফা বর্ষসেরা তিন ফুটবলারের নাম প্রকাশ করেছে ইউরোপীয় গভর্নিং বডি। সেরা তিনে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও ভার্জিল ভ্যান ডাইক।

মেসির অধিনায়কত্বে স্প্যানিশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট লা লিগার শিরোপা জেতে বার্সেলোনা। ৩৬ গোল করে লিগের সর্বাধিক গোল দাতাও ছিলেন তিনি। এছাড়া, চ্যাম্পিয়ন্স লিগে দলকে সেমি ফাইনালে তোলায় বড় অবদান আর্জেন্টাইন সুপারস্টারের। তাই তৃতীয় বারের মত উয়েফা বর্ষসেরা ফুটবলার হবার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন মেসি।অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ছেড়ে য়্যুভেন্তাসে যোগ দেয়া ক্রিশ্চিয়ানো রোনালদো দল পরিবর্তন করলেও আছেন ফর্মের তুঙ্গে। সিরি-আতে নিজের ক্লাবকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি নিজেও করেছেন ২১ গোল। তাই ইতালিয়ান লিগে সবচেয়ে দামি ফুটবলার তকমা পাওয়া পর্তুগীজ সুপারস্টার, এবারো জায়গা করে নিয়েছেন সেরা তিনে।আর, লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানো ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক প্রথম বারের মত জায়গা পেয়েছেন তালিকায়। দারুন ধারাবাহিকতায় গেলো মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন এই ডাচ ফুটবলার।