বোন জামাইয়ের হাতে মার খেয়ে বড় ভাইয়ের আত্মহত্যা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় বোন জামাইয়ের হাতে মার খেয়ে বড় ভাই ফরমান উল্লাহ (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত যুবক টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি এলাকার মোঃ ইদ্রিসের ছেলে।

শুক্রবার ভোরে বাড়ির ওঠানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায় পরিবার। তারাই লাশটি গাছ থেকে নামিয়ে পেলে।

বেলা ১১টার দিকে পেকুয়া থানার এসঅাই লাশটি বাড়ি থেকে উদ্ধার ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

মৌলভী বাজারের স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, ফরমান উল্লাহ খুব ভাল মনের অধিকারী। তাকে খুব ভালবাসত এলাকাবাসীরা বৃহস্পতিবার বোন জামাই নুর মুহাম্মদ তাছিব ও ভাই অামান উল্লাহ তাকে মারধর করে। রাতে বাড়িতে গেলে বাড়ির লোকজনের কাছ থেকে বকা শুনেন। তারপর রাগে ও ক্ষোভে সে অাত্মহত্যা করেছে।

তবে পরিবারে পক্ষে তার পিতা মোঃ ইদ্রিস দাবী করেন, ছেলে আত্মহত্যা করেছে। তাকে বকাঝকা করা হয়েছে কিন্তু মারধর করা হয়নি।

পেকুয়া থানার এসআই মোঃ ইয়াকুব ভূঁইয়া বলেন, লাশটি আমরা আসার আগে গাছ থেকে নামিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিক সরতহাল করা হয়েছে। বাকিটা হাসপাতাল কর্তৃক ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

আরও খবর