অনলাইন ডেস্ক : চট্টগ্রামের আকবর শাহ এলাকায় মদপানে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতােে ও একজন বেসরকারি একটি হাসপাতালে মারা গেছেন।
বুধবার রাতে আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় ওই ঘটনায় মৃতরা হলেন- বিশ্বজিৎ মল্লিক (২৮), শাওন মজুমদার জুয়েল (৩০) এবং মিল্টন গোমেজ (৩২)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, বুধবার রাতে চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক বিশ্বজিৎ মল্লিক ও শাওন মজুমদার জুয়েলকে মৃত ঘোষণা করেন।
অন্য দুইজনকে তাদের স্বজনরা বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে মিল্টন গোমেজ নগরীর গোল পাহাড় মোড় সংলগ্ন একটি বেসরকারি ক্লিনিকে মারা যান।
স্থানীয়দের বরাত দিয়ে থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার বলেন, চারজনই নিয়মিত মদ পান করতেন।
মদ পান করে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। তিনজন মারা গেছেন। অন্যজন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তিনি কিছুটা সুস্থ আছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-