কক্সবাজারে ডেঙ্গু সনাক্ত ৭৪ জন, সুস্থ ৩৩ জন, রেফার ৪ জন

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল

কক্সবাজার জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগি সনাক্ত হয়েছেন ৭৪ জন। এরমধ্যে থেকে ভাল হয়ে বাড়ি ফিরছেন ৩৩ জন, উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে ৪ জন রোগি।
কক্সবাজার সদর হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ভর্তি ছিলো ২২ জন। ওইদিন সকাল ৮ পর থেকে রাত ৮টা পর্যন্ত নতুন করে ভর্তি হয়েছে ৫ জন, সবমিলিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছে ২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগি, সুস্থ হওয়ায় রিলিজ করে ২ জনকে। শুরু থেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৩৩ জন ও উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে ৪ জন রোগিকে।

জেলায় ৮ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে সনাক্ত হয়েছে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগি। কক্সবাজার সিভিল সার্জনের দেয়া তথ্যমতে জেলায় এখন পর্যন্ত ৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগি সনাক্ত হয়েছে।

কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ পঙ্কজ পাল বলেন, জেলায় ৮ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৩ জন রোগি সনাক্ত করা হয়েছেন। তৎমধ্যে সদরে সাতজন, রামু একজন, উখিয়া দুইজন রোগি। সবমিলিয়ে জেলায় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সনাক্ত হয়েছে ৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগি।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মহি উদ্দিন বলেন, সুস্থ হওয়ায় বৃহস্পতিবার সদর হাসপাতাল থেকে ২ জনকে রিলিজ করা হয়। বতর্মানে ভর্তি রয়েছে ২৭ জন রোগি। তৎমধ্যে নতুন ভর্তি হয়েছে ৫ জন।

উল্লেখ্য যে, প্রতিনিয়তেই জনসচেনতা বাড়াতে জেলার বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে ঔষুধ ছিটানো, পরিস্কার পরিচ্ছন্নতা, গণসচেতামূলক লিফলেট, র‌্যালি করে যাচ্ছেন জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ, কক্সবাজার পৌসভার, ও স্বাস্থ্য বিভাগ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

আরও খবর