সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার পৌর ভবনের আঙ্গিনাসহ আশপাশের বিভিন্ন এলাকা নিজেই পরিস্কার করেছেন মেয়র মুজিবুর রহমান। ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন মেয়র।
এছাড়া পরবর্তীতে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশ ও পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দান পরিস্কার করেন তিনি।
সরকারের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলার সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গৃহস্থালি বাড়ির আঙ্গিনা, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালন করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ি পরিস্কার করার কার্যক্রম সরূপ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেয়র মুজিবুর রহমান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-