র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কা‌রবা‌রি নিহত

ডেস্ক রিপোর্ট – ব‌রিশা‌ল মহানগরে র‌্যাব-৮ এর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযু‌দ্ধে’ মালেক ফকির (৩৫) নামে এক মাদক কা‌রবা‌রি নিহত হ‌য়ে‌ছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোরে নগ‌রের হ‌রিনাফু‌লিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। মা‌লেক ফ‌কির ব‌রিশাল নগ‌রের কে‌ডি‌সি এলাকার বা‌সিন্দা এনতাজ ফ‌কি‌রের ছে‌লে।

কো‌তোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, নিহ‌ত ব্যক্তির মর‌দেহ ময়নাতদে‌ন্তের জন্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে।

আরও খবর