কক্সবাজারে ৬১ ডেঙ্গু রোগী সনাক্ত

ডেস্ক রিপোর্ট – কক্সবাজার জেলায় বুধবার (৭ আগষ্ট) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগি সনাক্ত হয়েছে। এরমধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এনিয়ে সিভিল সার্জনের হিসাবমতে জেলায় এখন পর্যন্ত ৬১ জন ডেঙ্গু আক্রান্ত রোগি সনাক্ত হয়েছে। তবে বুধবার সকাল ৯টার পর কক্সবাজার সদর হাসপাতালে আরও তিনজন রোগি ভর্তি হয়েছে। এরমধ্যে দুইজন শিশু।

কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ পঙ্কজ পাল বলেন, জেলায় বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬ জন রোগি সনাক্ত হয়েছেন। তৎমধ্যে চকরিয়ায় দুইজন। সেখান থেকে একজনকে চমেকে রেফার করা হয়। উখিয়ায় একজন ও সদরে তিনজন রোগি সনাক্ত হয়। সবমিলিয়ে জেলায় বুধবার সকাল ৯টা পর্যন্ত সনাক্ত হয়েছে ৬১ জন ডেঙ্গু আক্রান্ত রোগি।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মহিউদ্দিন বলেন, সুস্থ হওয়ায় বুধবার সদর হাসপাতাল থেকে ৬ জনকে রিলিজ করা হয়। একজনকে উন্নত চিকিৎসার জন্য চমেকে রেফার করা হয়েছে। বতর্মানে ভর্তি রয়েছে ১৬ জন রোগি। তৎমধ্যে নতুন ভর্তি হয়েছে ৩ জন।

আরও খবর