কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৯ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ৫ আগস্ট সকাল ৮টা হতে ৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল
১। মোঃ নাছির উদ্দিন @ নাছির ,পিতা-আলী আহম্মদ,চিরাতলী স্কুল,আমির ভান্ডার মাজারের পশ্চিম পাশে,০৯ নং ওয়ার্ড,থানা-পটিয়া,জেলা-চট্টগ্রাম। বর্তমান-পাহাড়তলী,রশিদ আহম্মদের ভাড়া বাসা,০৭ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।
২। মোঃ মোজাহার,পিতা-মৃত আলী আহম্মদ, নোয়াখালী, পাড়া, ইলিয়াছ,কোবরার বাড়ীর পাশে,বাহারছড়া,থানা ও জেলা-কক্সবাজার।
৩।মোঃ আব্দুল করিম,পিতা-মৃত মকবুল আহম্মদ,সাং-নাপিতখালী,০৫ নং ওয়ার্ড,ইসলামপুর,থানা ও জেলা-কক্সবাজার।
৪।আব্দুল হান্নান পলাশ,পিতা-মোঃ হানিফ,সাং-চর কচ্ছপিয়া,নবীনগর বাজার সংলগ্ন গণি সওদাগরের বাড়ী,০৮ নং ওয়ার্ড,থানা-লাল মোহন,জেলা-ভোলা।
৫। মোঃ রফিকুল করিম (২৫) পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-ফরিদা বেগম, সাং-চৌফলদন্ডী, খামারপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
৬। মোঃ জাহিদুল ইসলাম (২০) পিতা-মোঃ লেদু মিয়া, মাতা-সাবেকুন নাহার,সাং-চৌফলদন্ডী,পশ্চিম দক্ষিণ পাড়া, (শুক্কুর মেম্বারের বাড়ীর পার্শ্বে) থানা ও জেলা-কক্সবাজার।
৭।আঃ করিম,পিতা-উলা মিয়া,সাং-রোহিঙ্গা ক্যাম্প-৪ বড়ইতলা,থানা-উখিয়া,জেলা-কক্সবাজার।
৮।মোঃ আনোয়ার,পিতা-সৈয়দ করিম,সাং-রোহিঙ্গা ক্যাম্প-৪ ব্লক/২ থানা-উখিয়া,জেলা-কক্সবাজার।
৯। রাশেদুল ইসলাম প্রকাশ জাহেদ (২১) পিতা-জাফর আলম, মাতা-সেলিনা আক্তার, সাং-ঘোনার পাড়া, ০৯ নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার ।
১০। আব্দুর রহমান (২৬) পিতা-ছালেহ আহমদ, মাতা-মাসুদা বেগম, সাং-বাদশা ঘোনা, ০১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, উভয় থানা ও জেলা-কক্সবাজার।
১১। মোঃ হাসান (২১) পিতা-মঞ্জুর আলম, মাতা-হাজেরা বেগম, সাং-ইসলাম বাগ, ০৯ নং ওয়ার্ড, গোলাম চৌধুরীর বাড়ী, থানা-বদা, জেলা-পঞ্চগড়, বর্তমানে দলশিবির পাটাইন্নার মার ছড়া, বগ চত্ত্বর, থানা-লংগদু, জেলা-রাঙ্গামাটি
ওয়ারেন্ট সংক্রান্ত আসামী-
১।নুরুল ইসলাম,পিতা-মৃত আমান উল্লাহ,সাং-পূর্ব মাজার পাড়া,(আবু হোসেনের বাড়ীর পাশে)ঝিলংজা,থানা ও জেলা-কক্সবাজার।
২।ছৈয়দ আলম,পিতা-মৃত আমির হামজা,সাং-দরগাহ পাড়া,ঈদগাঁও,থানা ও জেলা-কক্সবাজার।
৩।মোঃ হোছন,পিতা-মৃত মোঃ ফকির,সাং-দরগাহ পাড়া,ঈদগাঁও,থানা ও জেলা-কক্সবাজার।
৪।মনোয়ারা,পিতা-মৃত মোঃ ফকির,সাং-দরগাহ পাড়া,ঈদগাঁও,থানা ও জেলা-কক্সবাজার।
৫।সৈয়দ হোসেন,পিতা-সেলিম কাদের,সাং-ডোইল পাড়া,খুরুলিয়া,ঝিলংজা,থানা ও জেলা-কক্সবাজার।
৬। আমির হোছন,পিতা-মৃত উলা মিয়া,সাং-খুরুলিয়া,ঝিলংজা,থানা ও জেলা-কক্সবাজার।
৭।জসিম উদ্দিন,পিতা-মঞ্জুর আলম,সাং-দরগাহ পাড়া,ঈদগাঁও,থানা ও জেলা-কক্সবাজার।
৮। মোঃ কামাল হোসেন,পিতা-সুলতান আহমেদ,সাং-পশ্চিম লারপাড়া,থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-