৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রামগড় জোনের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে রুমা আক্তার (২৫) নামে এক মহিলাকে গাঁজা, ইয়াবা ও প্রায় ২৪ লাখ টাকা সম পরিমান বৈদেশিক মুদ্রাসহ আটক করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, গত ৩রা আগষ্ট মধ্যেরাতে ৪৩ বিজিবি’র অধিনায়কের নির্দেশনায় হেয়াকো বিওপি’র একটি বিশেষ টহল দল হেয়াকোস্থ গজারিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ৭৪৯ গ্রাম গাঁজা, ৫ পিস ইয়াবা ও ২৩ লক্ষ ৫৬ হাজার ২৮৯ টাকা মূল্যের জিম্বাবুয়ে, ভারত, সৌদি আরব, কাতার, ওমান এবং যুগোস্লাভিয়া সহ ৬ দেশের বৈদেশিক মুদ্রাসহ রুমা নামের মহিলা পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত রুমা চট্টগ্রামের ভূজপুর থানার হেয়াকোস্থ গজারিয়া এলাকার মোঃ জহিরুল ইসলামের স্ত্রী।
ভূজপুর থানা সূত্রমতে, মাদক ও অবৈধ বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে মামলা পরবর্তী আটককৃত আসামীকে মাদকদ্রব্য এবং বৈদেশিক মুদ্রাসহ বিজিবি হেয়াকো বিওপি ভূজপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-