ডেঙ্গু আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট- আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের অন্তঃসত্ত্বা স্ত্রী রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সোমবার (৫ আগস্ট) ভোরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ ও তার পরিবার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিকিৎসকরা জানান, তার রক্তের প্লাটিলেট কোন ভাবেই বাড়ানো সম্ভব হচ্ছিল না। শারমিন ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় সোমবার ভোরের দিকে তার পরিস্থিতি অবনতি হতে থাকে। 

নিহত শারমিন আকতারের আত্মীয় ইয়াসিন জানান, অন্তঃসত্ত্বা থাকায় কয়েকদিন আগে ঢাকা থেকে জয়পুরহাটে বাবার বাড়িতে যান শারমিন আকতার। সেখানে তার ডেঙ্গু ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। ৩ দিন আগে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে মারা যান।

আরও খবর