ডেস্ক রিপোর্ট – রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৮৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে ১ হাজার ১২৬ ইয়াবা, ৩০৩ গ্রাম ৩ হাজার ১৯০ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৩৫০গ্রাম ১৮ পুরিয়া গাঁজা, ২৪টি নেশা জাতীয় ইনজেকশন ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬২টি মামলা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-