গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল
টেকনাফে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আব্দুল মালেক(৩৫) নামের এক কাপড় ব্যবসায়ীর ঢাকায় মারা গেছে। ১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
সে সাতকানিয়ার উপজেলার ছদাহা লতা ফকিরপাড়ার বাসিন্দা মাষ্টার আবুল কাশেম প্রকাশ কাশেম সওদাগরের ছেলে। মালেক দীর্ঘদিন ধরে টেকনাফ পৌরসভার উপরের বাজারে ”মনে রেখো” নামের কাপড়ের ব্যবসা করে আসছেন।
নিহতের ছোট ভাই রাশেল জানায়,১০ দিন আগে রাতে দোকানে থাকা অবস্থায় শরীরে বেশী জ্বর অনুভব করায় আমরা চট্রগ্রামের শেভরণ ক্লিনিকে আব্দুল মালেককে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করারর পর চিকিৎসকরা জানান তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এদিকে শেভরণে রোগীর চিকিৎসার অবহেলা দেখে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় সার্জিস্কোপ হাসপাতালে।
সেখানেও তার অবস্থা অবনতি দেখে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
এরপর গত ২৮ জুলাই ঢাকা ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় ১আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সে মারা যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-