সাংবাদিক পুত্র ইসমাম মাহির শুভ জন্মদিন আজ

আজ ১ই আগষ্ট বৃহস্পতিবার ২০১৯ ইং কক্সবাজার জার্নাল ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক আজকের কক্সবাজার’র নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম এর ছেলে ইসমাম মাহির ৬ষ্ট তম জন্মদিন।

আজকের এই দিনে পৃথিবীর সকল আদর, ভালবাসা ও মা-বাবার দোয়া ও শুভ কামনা তার প্রতি। জীবনে তুমি লেখা পড়া করে অনেক বড় হও এবং দেশ ও জাতীর উন্নয়নের কাজে সৎ ও নিষ্ঠার সাথে এগিয়ে যেও সর্বদাই, এটাই আমাদের কামনা ও সকলের কাছে দোয়া চেয়ে ও শুভ কামনা করেছেন দাদী,দাদা,নানা,নানী, চাচা, চাচী, মামা, ফুপুজী, খালামনি ও তার আব্বু-আম্মু।

আরও খবর