ক্যাম্প থেকে পালিয়ে আসা ৪২ রোহিঙ্গা আটক

ডেস্ক রিপোর্ট – কক্সবাজারের টেকনাফ আশ্রয়শিবির থেকে পালিয়ে চট্টগ্রামের পটিয়ায় চলে আসা ৪২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা কক্সবাজারের বিভিন্ন অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে পটিয়ায় এসে বসবাস করছিল বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাতে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন থেকে তাদের আটক করার পর মঙ্গলবার টেকনাফের রোহিঙ্গা শিবিরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, হাইদগাঁও ইউনিয়নে পাহাড়ের কাছাকাছি স্থানে কাঁচাঘর তুলে বসতি করেছিল রোহিঙ্গারা। খবর পেয়ে অভিযান চালিয়ে ৪২ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী ও ছয়টি শিশু। মঙ্গলবার তাদেরকে টেকনাফে রোহিঙ্গাশিবিরে ফেরত পাঠানো হয়েছে ।

আরও খবর