টেকনাফে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক: মোটরসাইকেল জব্দ

কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে সোমবার বিকেলে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- চট্টগ্রাম করিমগঞ্জ এলাকার অলি আহাম্মদের ছেলে মো. শাহজাহান ও একই জেলার ধনিয়ালাপাড়ার আব্দুল শুক্কুরের ছেলে আব্দুল গফুর।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন বলেন, দুই ব্যবসায়ী ইয়াবাসহ মোটরসাইকেল যোগে টেকনাফ পৌরসভা থেকে মেরিন ড্রাইভ হয়ে কক্সবাজার যাবে। এমন তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কের শাপলাপুর মনখালী সেতুর উপর চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে দুই মোটরসাইকেল আরোহীকে থামার জন্য সংকেত দেয়া হয়। পরে তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ইয়াবা পাচারের কথা স্বীকার করে। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের তেলের ট্যাংকের নিচে বিশেষ পদ্ধতিতে তিন হাজার ৯০০ ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ১৯ লাখ টাকা। এ সময় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা-মোটরসাইকেলসহ আটকদের টেকনাফ মডেল থানায় হ্স্তান্তর করা হয়েছে।

আরও খবর