উখিয়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-২

উখিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ আবুল মনসুরের নির্দেশনায় এসআই ছিম্পু বড়ুয়া, এসআই নুরুল হক,এস আই ফরহাদ রাহী মীর ও এএসআই শামীম ভূইয়ার নেতৃত্বে বিশেষ অভিযান চলকালে একজন বিদেশ ফেরত ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান চলাকালে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনারপাড়া এলাকা থেকে বিদেশে পালিয়ে থাকা সম্প্রতি দেশে আসা ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া গ্রামের মোজাফ্ফর আহাম্মদের ছেলে নুরুল ইসলাম (ভুলু)কে গ্রেফতার করা হয় ।

তাছাড়া কোটবাজারে অভিযান চালিয়ে সিআর/ ৪৭১/১৭ মামলার পলাতক আসামী জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের ফরিদ আলমের ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ ।

জাহাঙ্গীরকে আটক করা সময় এস আই ছিম্পু বড়ুয়া গুরুতর আহত হয়।

উখিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ আবুল মনসুর জানান ,মাদক,সন্ত্রাসী ও ওপরাধ নিমূলে বিশেষ অভিযান চলমান থাকবে।

আরও খবর