গুজব প্রতিরোধে মাঠে নেমেছে ‘টেকনাফ পৌরসভা ছাত্রলীগ’

টেকনাফ প্রতিনিধি :

ছেলেধরা গুজব ও গণপিটুনিতে হত্যা প্রতিরোধে মাঠে নেমেছে, কক্সবাজারের টেকনাফের পৌর ছাত্রলীগ। সোমবার সকাল থেকে পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীন এর নেতৃত্বে পৌরসভার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অভিভাবক, পথচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে কয়েক শত লিফলেট বিতরণ করেন পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।

পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীন বলেন, নেতাকর্মীদের নিয়ে সকাল থেকেই পৌরসভার প্রায় সব স্কুলের সামনে লিফলেট বিতরণ করেছি। গুজব প্রতিরোধে করণীয় সমূহ লিফলেটে লেখা আছে। এছাড়াও গুজব ছড়িয়ে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম ব্যাহত করার ষড়যন্ত্র সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করি। গুজবের শিকার হলে করণীয় সম্পর্কেও তাদের অবগত করেছি।

তিনি আরো বলেন, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে বলে একটি কুচক্রি মহল রূপকথার গল্পের মত গুজব ছড়াচ্ছে। এটি দেশের শান্তি ও অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র। এজন্য গুজবে কান না দিতে এবং ছেলেধরা, গলাকাটা ও রক্ত নিয়ে যাবে এসব গুজব থেকে জনগণকে সচেতন করতে মাঠে নেমেছি আমরা।

আরও খবর