উখিয়ায় ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের উদ্যোগে জয়ের জন্মদিন পালিত

সংবাদ বিজ্ঞপ্তি :

উখিয়ায় ছাত্রলীগ নেতা সালা উদ্দিনের স্ব উদ্যোগে কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন পালিত হয়েছে। 

শনিবার দুপুরে কোটবাজারে আহেলি রেস্টুরেন্টে  সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
পরে উপজেলা ছাত্রলীগ নেতা সালা উদ্দিনের সভাপতিত্বে উখিয়ার উপজেলা, ইউনিয়ন ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের অংশগ্রহণ আলোচনা সভা অনুষ্টিত হয়।
আগামীর উখিয়া ছাত্রলীগের কর্ণধার নেতা সালা উদ্দিন বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আগামীর উজ্জল বাংলাদেশের কর্ণধার বঙ্গবন্ধুর দৌহিত্র ও দেশরত্ন শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় ভাইয়ের জন্মদিন উৎযাপন বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।

তিনি আরো বলেন,  তথ্যপ্রযুক্তি নির্ভর ও মাদক মুক্ত সমাজ উপহার দেওয়ার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে সহায়তা করাই হবে আমাদের আজকের দিনের শপথ।’

পরে আলোচনা সভা শেষে সজিব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। 

আরও খবর