কক্সবাজারে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী ও এনজিও কর্মীসহ গ্রেফতার-৩১

বার্তা পরিবেশক :

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৩১ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২৬ জুলাই সকাল ৮টা হতে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হল-

১। খোরশেদ আমিন @ আকরাম,পিতা-নুরুল আমিন,সাং-বাইনজুুড়ি,বাংলা বাজার,থানা-চন্দনাইশ,জেলা চট্টগ্রাম, বর্তমান, কলাতলী, চন্দ্রিমা হাউজিং হাসান চৌকিদারের বাড়ী,থানা ও জেলা-কক্সবাজার।

২।জয়নাল আবেদীন,পিতা-মোঃ হোসেন,তাজনিয়ার ঘোনা,থানা-উখিয়া,জেলা-কক্সবাজার।

৩।জিন্নাতুর নেসা,পিতা-মোহাম্মদ আব্দুল হাই,বর্তমান-ফজিলাতুন্নেসা মহিলা কলেজের পাশে,ভাড়া বাসা,থানা-উখিয়া,জেলা-কক্সবাজার।

৪।মোক্তার আহমদ,পিতা-মৃত ফজল করিম,সাং-অরলতলী জুম নগর,০৫ নং ওয়ার্ড,ইসলামপুর,থানা ও জেলা-কক্সবাজার।

৬।জমির উদ্দিন,পিতা-নাছিল উদ্দিন,সাং-অরলতলী জুম নগর,০৫ নং ওয়ার্ড,ইসলামপুর,থানা ও জেলা-কক্সবাজার।

৭।মোঃ শাকিল,পিতা-শামশুল আলম,সাং- অরলতলী জুম নগর,০৫ নং ওয়ার্ড,ইসলামপুর,থানা ও জেলা-কক্সবাজার।

৮।মোঃ শফিউল আলম,পিতা-মৃত হাবিব উল্লাহ,সাং- অরলতলী জুম নগর,০৫ নং ওয়ার্ড,ইসলামপুর,থানা ও জেলা-কক্সবাজার।

৯। মোঃ হামিদ,পিতা-মোঃ আবু ছৈয়দ,সাং-রুমালিয়াছড়া,০৫ নং ওয়ার্ড আবু সৈয়দের বাড়ী, থানা ও জেলা-কক্সবাজার।

১০।আলাউদ্দিন,পিতা-মোঃ সৈয়দ,সাং-গোদার পাড়া,কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

১১। মোঃ ফরহাদ,পিতা-আবু মোঃ সাইফুল হক,সাং-গোদার পাড়া,কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

১২।এমরান হোসেন,পিতা-জোবায়ের,সাং-গোদার পাড়া,কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

১৩।মোহাম্মদ নুর,পিতা-আনোয়ার হোসাইন,সাং-টেকপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

১৪।আব্দু রহমান,পিতা-শফিকুল ইসলাম,সাং-মধ্যম টেকপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

১৫।নাজমুল আলম,পিতা-খোরশেদ আলম,সাং-মনোয়ারা পূজানগর ইউপি,থানা-সাতকানিয়া,জেলা-চট্টগ্রাম। বর্তমানে-কালুর দোকান,থানা ও জেলা-কক্সবার্জা

১৬মোঃ রফিক,পিতা-মৃক আমির হামজা,সাং-কুলিয়াপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

১৭। নুরুল কবির,পিতা-মনছুর আলম,সাং-ননা মিয়ার পাড়া,ভারুলিয়া, থানা ও জেলা-কক্সবাজার।

১৮।মোঃ মোর্শেদ আলম,পিতা-আব্দুস সামাদ,সাং-ঘোনার পাড়া,উত্তর আমিরাবাদ,সামাদ সওদাগরের বাড়ী,থানা-লোহাগাড়া,জেলা-চট্টগ্রাম।বর্তমান-লাইট হাউজ পাড়া,কলাতলী, থানা ও জেলা-কক্সবাজার।

১৯।সেকান্দার,পিতা-মুঝি মিয়া,সাং-লাইট হাউজপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

২০। ওয়াহিদুজ্জামান,পিতা-মৃত আশরাফ আলী,সাং-উত্তর মেহোনামা,লিজ পাড়া,থানা-পেকুয়া,জেলা-কক্সবাজার।

২১।আরিফ,পিতা-সেলিম,সাং-বড়ছড়া,১২ নং ওয়ার্ড,কলাতলী, থানা ও জেলা-কক্সবাজার।

২২।মোঃ আজম খাঁন,পিতা-মৃত ফজলুল আমিন,সাং-দক্ষিন নুর ভিলা,০৩ নং ওয়ার্ড,থানা-মহেশখালী,জেলা-কক্সবাজার। বর্তমান-দক্ষিন রুমালিয়াছড়া,হাসেমিয়া মাদ্রাসার পিছনে, থানা ও জেলা-কক্সবাজার।

২৩।মোঃ ইউনুছ,পিতা-মৃত মোক্তার আহমেদ,সাং- বৈদ্যঘোনা,০৮ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

২৪। আরিফুল ইসলাম,পিতা-নুরুল আমিন,সাং-উত্তর পাতলী পিএমখালী, থানা ও জেলা-কক্সবাজার।

ওয়ারেন্ট সংক্রান্তে আসামী

১।জাহাঙ্গীর আলম,পিতা-মৃত নুরুল কবির,সাং-দক্ষিন ডিককুল,ঝিলংজা ইউপি,থানা ও জেলা-কক্সবাজার।

২।জাকারিয়া, পিতা-মৃত নুরুল কবির,সাং-দক্ষিন ডিককুল,ঝিলংজা ইউপি,থানা ও জেলা-কক্সবাজার।

৩।মিনু নাহার, পিতা-মৃত নুরুল কবির,সাং-দক্ষিন ডিককুল,ঝিলংজা ইউপি,থানা ও জেলা-কক্সবাজার।

৪।বুলু আক্তার, পিতা-মৃত নুরুল কবির,সাং-দক্ষিন ডিককুল,ঝিলংজা ইউপি,থানা ও জেলা-কক্সবাজার।

৫।মোঃ রফিক,পিতা-নাজির হোসেন,সাং-পশ্চিমপাড়া,ভারুয়াখালি,থানা ও জেলা-কক্সবাজার।

৬।ওসমান সরওয়ার,পিতা-হাফিজুর রহমান,ভারুয়াখালী, থানা ও জেলা-কক্সবাজার।

৭।শফি উল্লাহ,পিতা-মৃত আমির সোলতান,সাং-মেহেরঘোনা,ঈদগাঁও, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর