বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট, স্পিন কোচ ভেট্টেরি

নতুন বোলিং কোচ ঠিক করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেস বোলিং কোচ হিসেবে বাংলাদেশ জাতীয় দলে যোগ দিচ্ছেন চার্ল ল্যাঙ্গেভেল্ট। দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার সামনের বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের চাকরি পেয়েছেন। শনিবারের বৈঠকে বিসিবি জাতীয় দলের জন্য স্পিন কোচও চূড়ান্ত করে ফেলেছে। নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টেরি হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ।

সন্দেহ নেই নতুন পেস বোলিং ও স্পিন বোলিং কোচ-দুজনাই হাই প্রোফাইল কোচ। এই দুজনের নিয়োগের কথা জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কণ্ঠে সেই সন্তুষ্টি ঝরলো-‘দুজনেই বেশ নামী কোচ। আশা করি তারা বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে ভালো ভূমিকা রাখবেন।’

পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট শিগগিরই দলের জন্য যোগ দেবেন। আর স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টেরি এই দফায় সবমিলিয়ে বাংলাদেশের সঙ্গে ১০০ দিন কাজ করবেন। তাদের কাজে বিসিবি সন্তুষ্ট হলে পরবর্তী চুক্তির মেয়াদ বাড়ানো হবে।

বিশ্বকাপের পর বাংলাদেশ পেস বোলিং কোচ ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালসের সঙ্গে চুক্তি আর বাড়ায়নি। স্পিন কোচ সুনীল যোশির সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিবি। এই দুজনের জায়গায় নতুন কোচ খুঁজতে শুরু করে বিসিবি। বোলিং কোচ খোঁজার সেই অপেক্ষায় বেশিদিন থাকতে হয়নি বিসিবিকে।

আরও খবর