উখিয়ার জয়নাল মেম্বার বান্ধবী, ইয়াবা ও অস্ত্র সহ আটক

উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদিন বান্ধবী, ইয়াবা ও অস্ত্র কক্সবাজার সদর থানা পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল শুক্রবার কক্সবাজারের কলাতলি থেকে জয়নাল মেম্বার ও তার বান্ধবীকে আটক করা হয়। জয়নাল মেম্বারের বিরুদ্ধে রোহিঙ্গা নারী ধর্ষন, অস্ত্র সহ অসংখ্য মামলা রয়েছে। জয়নাল মেম্বার পালংখালীর তাজনিমার খোলা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ কক্সবাজার শহরের কলাতলি এলাকা থেকে বান্ধবী এনজিও কর্মী জিন্নাত আরা সহ জয়নাল মেম্বার কে আটক করা হয়। এই সময় উভয়দের কাছথেকে ইয়াবা ও জয়নালের কাছ থেকে একটি দেশীয় বন্দুক পাওয়া যায়। এই ব্যাপারে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

/সিপি

আরও খবর