ইয়াবাসহ হাতেনাতে ধরা খেলেন আইনজীবী

ডেস্ক রিপোর্ট – সুনামগঞ্জে সোমবার সন্ধ্যায় ইয়াবা সেবন করায় এক আইনজীবীসহ দুইজনকে তিনমাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সারাপ্রাপ্তরা হলেন, সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি আমিরুল হক এনাম, সুনামগঞ্জ বড়পাড়ার আহমদ আলীর ছেলে তাজ আলী।

সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক সাজেদুল হাসান বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমদের উপস্থিতিতে ও সুনামগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় আমিরুল হক এনামের বাসায় অভিযান চালানো হয়। এ সময় ১৯টি ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আমিরুলসহ দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও খবর