কক্সবাজার জার্নাল ডেস্ক :
মিয়ানমানের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে শনিবার (২৭ জুলাই) শরণার্থী ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার আসছে দেশটির একটি প্রতিনিধি দল।
মিয়ানমারের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী সচিব ইউ মিন্ট থু তিন সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এ দলে দেশটির সামাজিক কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও রাখাইন অঞ্চলে মানবিক সহায়তা, পুনর্বাসন এবং উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধিরা থাকবেন।
এদিকে, প্রতিনিধি দলের সদস্য ইউ কো কো নাং দেশটির সংবাদ মাধ্যমে এই সফর নিশ্চিত করে বলেন, ‘তারা তিন দিনের সফরের সময় উদ্বাস্তু পরিবারের সাথে দেখা করবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের ফেরত পাঠানোর জন্য কী প্রস্তুতি নিচ্ছি তার বিস্তারিত বিবরণ বাংলাদেশ সফর শেষে দেব।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-