নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার সীমান্ত ইউনিয়ন পালংখালীর বটতলীতে মাদক ও বাল্য বিবাহ বিরোধী সমাবেশে বক্তারা ইয়াবা ব্যবসায়ীদের কবর রচনা করার শপথ নিয়েছেন।বক্তারা হাত তুলে এই শপথ বাক্যে বলেছেন পালংখালীতে কারা মাদক ব্যবসায় জড়িত,কারা সেবন করছে তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আশ্বস্ত করেছেন।
সমাবেশের সভাপতি পালংখালী ইউপির ৯ ওয়ার্ডের সদস্য, ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক সুলতান আহমদ মেম্বার হুসিয়ারী উচ্চারণ করে বলেছেন,পালংখালীতে কারা ইয়াবা কিংবা মাদক ব্যবসায় জড়িত, তাদের চিনি।গুটিকয়েক মাদক কারবারীর কারণে পালংখালী ইউনিয়ন বাসীকে কলংক বহন করতে হচ্ছে।
সুলতান মেম্বার বলেন আমি জন্ম থেকে ৩৩ বছর বয়সের মধ্যে মাদক বা ইয়াবা ব্যবসা তো দুরের কথা, জীবনে কোন দিন মদও পান করিনি,যা পবিত্র কোরআন ছুঁইয়ে বলতে পারবো।আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ব্যক্তিগত কোন জায়গা- জমি,দালান বাড়ি,গাড়ি কিছুই নেই।যদি কেউ মাদকে জড়িত প্রমাণ দিতে পারে,তাহলে আমার বিচারে, আমার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলবেন।
সমাবেশের বিশেষ অতিথি আঞ্জুমান পাড়া বিজিবির (বিওপি) নায়েক সুবেদার শরীফুল ইসলাম বলেছেন,সীমান্ত পাহারা দিতে যে পরিমাণ জনবল প্রয়োজন তা,অপ্রতুল। এখন রোহিঙ্গারা রাত গভীরে ওপারে গিয়ে আবার রাতেই মাদক বা ইয়াবার চালান নিয়ে চলে আসে।মাদক কিংবা ইয়াবা নির্মুলে এলাকাবাসীকে সহযোগিতা করতে হবে।মাদক প্রতিরোধে তাদের ভুমিকা রাখতে হবে বলে মনে করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পালংখালী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি এমএ মঞ্জুর।বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামিলীগ নেতা হাফেজ জাকের হোসেন,সমাজ সেবক ফরিদুল আলম সরদার প্রমুখ।
এ সময় উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল,সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল,প্রেসক্লাবের সদস্য শ.ম.গফুর,মাহমদুল হক বাবুল সহ বিভিন্ন শ্রেনীপেশার শত-শত নারী-পুরুষের উপস্থিতিতে মাদকের বিরুদ্ধে হাত তুলে শপথ নেওয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-