শফিক আজাদ, উখিয়া :

উখিয়া উপজেলার রাজারপালং ইউনিয়নের সিকদারবিলস্থ বঙ্গমাতা মুজিব সরকারি মহিলা কলেজের পিছনে পাহাড়ের টিলায় বনবিভাগের জায়গায় বিশাল এলাকা গড়ে গড়ে উঠা অনুমোদনহীন নকল জুস কারখানায় অভিযান করেছে প্রশাসন। এ সময় কারখানার মালিক ব্রাম্ননবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শামশুল আলমকে আটক করা হয়েছ।
সোমবার (২২ জুলা) দুপর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অনুমোদনহীন ভাবে ক্ষতিক্ষর ক্যামিক্যাল ও রং মিশিয়ে জুস তৈরীর এ কারখানাটি আবিস্কার করা হয়। কারখানাটিতে শামশুল আলম তার স্ত্রীসহ অন্যান্য বেশ কয়েকজনকে নিয়ে লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন ধরে এ কারখানাটি পরিচালনা করে আসছিল বলে জানা গেছে। তাকে সহায়তা দিয়ে যাচ্ছিল উখিয়া বাজারের খোরশেদ সওদাগর। বিভিন্ন নামে তার উৎপাদিত জুস উখিয়ার সদর, কোটবাজার ও কুতুপালংয়ে বাজারজাত করা হত বলে সে স্বীকার করে। পরে কারখানা থেকে বিপুল পরিমাণ জুস উদ্ধার করে ধ্বংস করা হয় এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, ভেজাল অনুমোদনহীন নকল পণ্য তৈরী করে মজুদ ও বাজারজাত করার অপরাধে শামসুল আলমকে ভোক্তা অধিকার আইনে ২ মাসের কারাদণ্ড প্রধান করা হয়েছে এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের ভেজাল ও অনুমোদনহীন কোন কারখানার সন্ধান পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-