শফিক আজাদ :
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী স্টেশনে বিজিবি’র সদস্যরা রবিবার সকালে কক্সবাজার গামী একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ১৯শত পিস ইয়াবাসহ ৩জন পাচারকারীকে আটক করেছে। আটককৃরা হলেন- বরিশাল জেলার হিজলা উপজেলার আব্দুস সালাম ভূইয়ার ছেলে মোঃ সুমন হোসেন (৩১), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আবুল কাশেমের ছেলে মোঃ বেল্লাল হোসেন (২৭)। এ ঘটনায় আটকদের স্বীকারোক্তি মতে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মৃত আব্দুল খলিল খাঁ ছেলে মোঃ সোহেল খাঁ’কে পলাতক দেখানো হয়েছে বলে বিজিবি জানিয়েছেন।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অতিরিক্ত পরিচালক আশরাফ উল্লাহ রনি মেইল বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালংখালী বিজিবি’র সদস্যরা ৫ লাখ ৭০হাজার টাকা মূল্যে ১৯শত পিস ইয়াবা এবং তাদের ব্যবহৃত প্রাইভেট কার (এলিয়ান-৭) যার মূল্য ধরা হয়েছে ২০ লাখ টাকা। এছাড়াও নগদ ১০হাজার ৬০৫টাকা জব্ধ করা হয়। আটক মালামাল সহ পাচাকারীদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর বিজিবি কর্তৃক আটক ইয়াবা ও আসামীদের থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-