গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল
টেকনাফ ২ বিজিবি সদস্যরা গোপন সংবাদের তথ্য অনুযায়ী একটি বিশেষ অভিযান পরিচালনা করে হ্নীলা ইউনিয়ন রঙ্গীখালী এলাকা থেকে দেশীয় তৈরি ২টি অস্ত্র,গুলি ও কিরিচ উদ্ধার করা হয়েছে।
এসময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়েছে। তারা হচ্ছে,টেকনাফ হ্নীলা ইউনিয়ন রঙ্গীখালী এলাকার কালা মিয়ার ছেলে হেলাল উদ্দীন (৩৩), ও সৈয়দ আহমদের ছেলে বশির আহমেদ (৩৫)।
২১ই জুলাই রবিবার ভোর রাতে টেকনাফের হ্নীলা রঙ্গীখালী এলাকার হেলাল উদ্দীনের বাড়ী থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়। টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মোঃ ফয়সল হাসান খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের সত্যতা নিশ্চত করেন।
তিনি জানান, ২০ জুলাই দিবাগত গভীর রাতে হ্নীলা ইউনিয়ন রঙ্গীখালী এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের একটি চক্র দেশীয় তৈরী অস্ত্র নিয়ে ডাকাতি করার জন্য কালা মিয়ার বাড়িতে প্রস্তুতি নিচ্ছিল। এই গোপন সংবাদটি পাওয়ার পর টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় অভিযানে যায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা হেলাল উদ্দিন এর বসত ঘর হতে দুই জনকে আটক করতে সক্ষম হয়। আর ডাকাত দলের অন্য সহযোগীরা পালিয়ে যায়।
এরপর ঐ বসত বাড়িটি তল্লাশী করে সু-কৌশলে লুকিয়ে রাখা দেশীয় তৈরী ২টি একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি ও ২টি কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানায় বিজিবি।
উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-