কোস্টগার্ডে অভিযানে...

সেন্টমার্টিন সাগরে ভাসমান অবস্থায় এক বস্তা ইয়াবা উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

সেন্টমার্টিন সাগরে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ভাসমান অবস্থায় ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ডের তথ্য সূত্রে জানা যায়,২১ জুলাই ভোর সকাল সাড়ে ৬ টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড চট্রগ্রাম পূর্বজোনের সেন্টমার্টিন সিজি ষ্টেশনের দায়িত্বরত সদস্যরা
গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা পাচারে ব্যবহার হওয়া একটি ফিশিং ট্রলারকে ধাওয়া করলে ট্রলারে থাকা কারবারীরা ১টি বস্তা পানিতে ফেলে দিয়ে মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায়।

এরপর সাগরে ভাসমান অবস্থায় বস্তাটি উদ্ধার করে বস্তার ভিতরে থাকা ৩৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা গুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।

আরও খবর