কক্সবাজার জার্নাল ডটকম :
কক্সবাজারের টেকনাফে দুই হাজার ৯৬০ পিস ইয়াবাসহ জোহরা বেগম (৩২) নামে রোহিঙ্গা এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। তিনি বাংলাদেশে আশ্রিত পুরনো রোহিঙ্গা বলে জানা গেছে।
শনিবার (২০ জুলাই) রাতে টেকনাফ উপজেলার লেদা ২৪ নম্বর রোহিঙ্গা শিবিরের বি ব্লক থেকে তাকে এ ইয়াবাসহ আটক করা হয়।
আটক জোহরা লেদা ২৪ নং রোহিঙ্গা শিবিরের বি ব্লকের ১১৫ নম্বর রুমের সৈয়দ আলমের স্ত্রী।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ টেকনাফ ক্যাম্প ইনর্চাজ লেফটেন্যান্ট মো. মির্জা শাহেদ মাহতাব (এক্স) জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে র্যাবের একটি আভিযানিক দল জোহরাদের ঘরে অভিযান চালায়। এ সময় তাদের ঘরে দুই হাজার ৯৬০ পিস ইয়াবা পাওয়ায় তাকে আটক করা হয়।
জব্দ করা ইয়াবাসহ আটক নারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-