বার্তা পরিবেশক :
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ৪২ নং তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী এখন ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। তাও নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতায় অবতীর্ণ হয়েছেন নৌকা প্রতীক নিয়ে। এনিয়ে টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার সাধারণ ভোটারদের মাঝে বিরাজ করছে বিরূপ প্রতিক্রিয়া। ভোটাররা দ্বিধাদ্ব›েদ্ব রয়েছেন এক তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী কিভাবে নৌকা প্রতীক পেলেন?
সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.কে আনোয়ারের মৃত্যুতে পদটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৫ জুলাই চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্টিত হবে। উপ-নির্বাচনে অন্য প্রার্থীদের মতো প্রতিদ্ব›িদ্বতায় অবতীর্ণ হয়েছেন সাবেক এমপি অধ্যাপক মো: আলীর ছেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪২ নং তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী রাশেদ মাহমুদ আলী। তিনি নৌকা প্রতীকও পেয়েছেন।
এনিয়ে এলাকার সাধারণ ভোটার থেকে শুরু করে সচেতন মহলে চলছে নানান আলোচনা। অনেকের প্রশ্ন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী কিভাবে নৌকার মনোনয়ন পেলেন? যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদক বিরোধী জিরো ট্রলারেন্স রয়েছে সেখানে ফাঁক-ফোকর গলে তিনি নৌকার মনোনয়ন ভাগিয়ে আনলেন কিভাবে তাও আলোচিত হচ্ছে।
অপরদিকে উল্লেখিত প্রার্থীর বিরুদ্ধে গেল উপজেলা নির্বাচনে আচরণ বিধি লঙ্গনেরও অভিযোগ রয়েছে। তিনি ওই সময় পিতা উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে হোয়াইক্ষ্যং, তেচ্ছিব্রীজ, নয়াবাজার, কাঞ্জরপাড়া, ঝিমংখালী, খারাংখালী, মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর নির্বাচনী অফিসে সন্ত্রাসী হামলা চালিয়েছেন। তার এসব কর্মকান্ড এবং ইয়াবার তালিকাভূক্ত হওয়ায় এই উপ-নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা প্রকাশ করছেন অনেকে।
উল্লেখ্য টেকনাফ ২নং হ্নীলা ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা আওয়ামী লীগ মনোনীত রাশেদ মাহমুদ আলী (নৌকা), প্রয়াত চেয়ারম্যান মাষ্টার মীর কাশেমের পুত্র মীর মোঃ জাহাঙ্গীর আলম (মোটর সাইকেল) ও সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন চৌধুরী (আনারস) প্রতীক পেয়েছেন।
গত ১৮ মার্চ সন্ধ্যায় উপজেলা পরিষদ নির্বাচনের সাবরাং বাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার পর হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসার জন্য কক্সবাজার যাওয়ার পথে হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার মৃত্যু বরণ করেন। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ বিধিমালা অনুযায়ী কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন গত ২৪ এপ্রিল ১২৪ নম্বর স্মারকমূলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগে চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণার জন্য পত্র প্রেরণ করেন।
স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার উপসচিব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত ১৫.২১৩ নম্বর স্মারকে চলতি বছরের গত ১০জুন জারীকৃত এক আদেশে ২০০৯ সালের ইউনিয়ন পরিষদ আইনের ৩৩ (৩) ধারা অনুযায়ী হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষনা করেন।
পরে আগামী ২৫ জুলাই নির্বাচনের ভোট গ্রহণ করার নতুন তফসিল ঘোষণা করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-