ডেস্ক রিপোর্ট – তুরস্কে অবৈধ অভিবাসীবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে । ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের অভিবাসীরা ছিলেন। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। একজন তুর্কি কর্মকর্তা হতাহতের সংখ্যা জানালেও তাদের পরিচয় নিশ্চিত করতে সমর্থ হননি।
ইংরেজি দৈনিক ডেইলি সাবাহ বলছে, অতিরিক্ত যাত্রীবাহী ওই মিনিবাসটি ভ্যান শহরের সঙ্গে ওজালপ জেলার এক সংযোগ সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
ভ্যানের গভর্নর মেহমেত এমিন বিলমেজ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সিকে (এএ) বলেন, বাসটি পাহাড়ি সড়কে চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-