রামুর বাঁকখালী রেঞ্জে ৫০ একর বনভূমি উদ্ধার

কামাল শিশির, ঈদগড়

কক্সবাজার উত্তর বন বিভাগের বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা এ কে এম  আতা এলাহীর নেতৃত্বে অভিযান চালিয়ে ৫০ একর বন ভুমি জবর দখল  মুক্ত করেছে  বন বিভাগ। একই সাথে ২ টি অবৈধ ঘর ভেঙে দেওয়া সহ বিপুল পরিমান আম গাছের নার্সারী ধ্বংস করে দিয়েছে।

রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী জানান, ১৬ জুলাই কচ্ছপিয়া বন বিটের সংরক্ষিত বন ভুমি জবরদখল করে অবৈধ ভাবে  আমের চারা উৎপাদন করে আসছিল।খবর পেয়ে বনকর্মকর্তা-কর্মচারীদের একটি দল অভিযান চালিয়ে প্রায় ৫০ একর বনভুমি জবরদখল মুক্ত, ২ টি ঘর ভেঙ্গে দিয়েছে।

এ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে রেঞ্জ কর্মকর্তা আতা এলাহী আরো জানান, জবরদখলের খবর যেখানে পাবে সেখানে অভিযান চালানো হবে।

আরও খবর